॥মইনুল হক মৃধা॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল ৯ই ফেব্রুয়ারী দুপুরে গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার শুরুতে সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ১ মিনিট নীরববতা পালন করা হয়।
উপজেলা প্রশাসনের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা মোঃ আমিরুল হক শামীম, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, প্রতিবারে ন্যায় এবারও গোয়ালন্দে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে গোয়ালন্দে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ দিনের সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা হবে।
এছাড়াও উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও প্রভাত ফেরীর র্যালী অনুষ্ঠিত হবে।