॥রফিকুল ইসলাম॥ ‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৯ই ফেব্রুয়ারী থেকে রাজবাড়ী শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে শুরু হয়েছে ৪দিনব্যাপী নাট্যোৎসব।
চার যুগ পূর্তি উপলক্ষ্যে এ নাট্যোৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন রাজবাড়ী থিয়েটার।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উৎসবের শুরুটা হয় শোভাযাত্রা মাধ্যমে। শোভাযাত্রা শেষে ৪দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন ব্যক্তিত্ব প্রবীর গুহ। এ নাট্যোৎসব চলবে আগামী ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত।
এ সময় রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি, মাসুদুল ইসলাম মাসুদ, রাজবাড়ীর বিশিষ্ট নাট্যজন, সামাজিক ও সাংস্কৃতিক গঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সকালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হয়।
বিকালে রাজবাড়ীর নাট্যাংগণের ৫জন বিশিষ্ট নাট্যজন সৌমেন্দ্রনাথ পাল, গোলাম মাওলা চৌধুরী সেলিম, প্রফেসর সৈয়দ আশরাফ আলী, এম বাচ্চু রহমান ও ওলিউল হাসান মনজুকে সংবধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত অতিথিদের সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি, নাট্যজন ঝুনা চৌধুরী, ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাজবাড়ী থিয়েটারের নাটক কবর মঞ্চস্থ করা হয়।