॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৯ই ফেব্রুয়ারী নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাৎ আল মতিন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তরুন কুমার পাল, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, শিক্ষা কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকার গুরুত্বারোপ করেন। একই সাথে যে কোন ফল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খাওয়ার পরামর্শ প্রদান করেন তারা। আলোচনা সভার আগে সকাল ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ আল মামুন, সাংবাদিক সেলিম মাহমুদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।