বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ী জেলায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় যুবলীগের কমিটি গোয়ালন্দে মহাসড়কের পাশে বন বিভাগের ৫৪১টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ী থিয়েটারের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু রাজবাড়ী কালেক্টরেটের পক্ষ থেকে এডিসি মাহাবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এডিসিকে বিদায় সংবর্ধনা পাংশায় অস্ত্র মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা হেনা মুন্সী শ্রীঘরে পাংশায় নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী ও আলোচনা সভা পাংশায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোয়া তিন ঘন্টা ফেরী চলাচল বন্ধ

রাজবাড়ী সদরের গোদার বাজারে নদীর ভাঙন রক্ষার চলমান কাজ পরিদর্শনে এমপি সালমা চৌধুরী রুমা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪২ পিএম
  • ৩৯৪ বার পঠিত

॥আসাদুজ্জামান নুর॥ রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীর ভাঙন রক্ষা কাজ পরিদর্শন এবং নদীর পাড়ে বসবাসকারী মানুষের খোঁজ-খবর নিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।

আজ ৯ই সেপ্টেম্বর দুপুরে তিনি গোদার বাজার এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি দেখতে যান।

পরিদর্শনকালে তিনি নদীর পাড়ে বসবাসকারীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এরপর তিনি নৌযানে করে সিলিমপুর স্কুল এবং উড়াকান্দা বাজার পর্যন্ত পরিদর্শন করেন। এ সময় ফরিদপুর পশ্চিম অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম ও রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রাজবাড়ীর গোদার বাজার এলাকার নদী ভাঙন পর্যায়ক্রমে কমে গেছে। এখন ভাঙন নেই বললেই চলে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং নদী পাড়ের মানুষের সাথে কথা বললাম। তারা নিজ মুখেই বললো এখন তারা ভালো আছে। এছাড়াও তারা ভাঙন এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার জন্য প্রধানমন্ত্রীকে অনেক দোয়া করেছেন। পরিদর্শন করে আমি পানি উন্নয়ন বোর্ডের কাজে সন্তুষ্ট হয়েছি। এখন আপাতত কোন সমস্যা নাই। নতুন করে কোন ভাঙন সৃষ্টি হয় নাই।’

ফরিদপুর পশ্চিম অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম বলেন, ‘গত ২৬শে আগস্ট যখন এখানকার একটি জায়গায় সি সি ব্লকে স্লাইডিং দেখা দেয় তখন আমরা সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করি। সেখানে জিও ব্যাগ ডাম্পিং করি। এখন ভাঙন নাই। আগামী ১৫দিনের মধ্যে বন্যার যে লেভেল সেটি আর থাকবে না। বন্যার অবস্থার উন্নতি হবে। শুকনো মৌসুমে যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটুকুর কাজ আমরা করে দিবে। বর্তমানে যে ফান্ড আছে তা থেকেই করা যাবে। নতুন বরাদ্দের প্রয়োজন হবে না।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved  2019 Rajbarisangbad
Theme Developed BY ThemesBazar.Com