॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কঠোর লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত ৫জন ব্যবসায়ীকে ২৫ হাজার ২শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি’র বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন, নারুয়া বাজার, নারুয়া ঘাট, সোনাকান্দর ঘাট, বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় বারুগ্রামে আবাসনে ক্যাফে বহরপুরকে ২০ হাজার টাকা, বহরপুর বাজারের কাপড়ের দোকানকে ১ হাজার টাকা, নারুয়া বাজারের টিভি ও ফ্রিজের দোকানকে ২ হাজার টাকা, সোনাকান্দর ঘাটে ২০০ টাকা, বালিয়াকান্দি বাজারের একটি হোটেলে ২ হাজার টাকাসহ ৫টি মামলায় মোট ২৫ হাজার ২শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতকে রাজবাড়ী পুলিশ লাইন্সের একটি দল সহযোগিতা করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার যে বিধি-নিষেধ আরোপ করেছে তা বাস্তবায়নে প্রশাসন কঠোর ভাবে মাঠে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এই অভিযান। এই অভিযান চলমান থাকবে।