॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন চেষ্টায় হারিয়ে যাওয়ার ১৩ বছর পর মানসিক ভারসাম্যহীন রফিকুল ইসলাম ওরফে সজল (৫০)কে খুঁজে পেল পরিবার।
গত ৪ঠা জুলাই রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় সজল এলোমেলো ভাবে চলাফেরা করলে ওসির নজরে আসে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তারপর গত ৫ই জুলাই রাত ১০টার দিকে তার স্ত্রী আইরিনসহ পরিবারের লোকজনের হাতে সজলকে তুলে দেওয়া হয়। এ সময় সজলকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আইরিনসহ পরিবারের সদস্যরা। সজল ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার চান্দের সাটিয়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, রাজবাড়ী থানার বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় এলোমেলো ভাবে একজন লোক চলাফেলা করতে দেখি। পরে তাকে উদ্ধার করে নিয়ে এসে প্রথমে খাওয়ানো হয়। এরপর তার ঠিকানা জানতে চাওয়া হয়। তখন তিনি জেলা ময়মনসিংহ, থানা গৌরিপুর ও এলাকার সাবেক চেয়ারম্যানের নাম ছাড়া আর কিছুর বলতে পারে না। এরপর গৌরিপুর থানার সজলের ছবি পাঠানো হলে তার আসল ঠিকানা যানা যায়। তিনি ২০০৮ সালে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি-ঘর পরিবার আত্মীয়-স্বজন ছেড়ে চলে যায়। এরপর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। হারানোর বিষয়ে তার পরিবার থানায় একটি জিডিও করে। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় আমরা তাকে ১৩ বছর পর পেলাম।
তিনি আরো বলেন, হারিয়ে যাওয়া সজলকে থানায় দেখে পরিবারের সদস্যরা আবেগে আপ্লত হয়ে পড়েন। এরপর আমরা তাকে পরিবারের হাতে তুলে দিই।
পরিবারের সদস্যরা সজলকে ফিরে পেয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন ওসির আন্তরিক চেষ্টার কারণে আজ আমরা সজলকে ফিরে পেয়েছি।