সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী বাজার, শহরের মুরগীর ফার্ম নতুন বাজার ও কলেজ রোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার। এ সময় আইন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি লংঘন করায় ৫টি প্রতিষ্ঠান মালিক এবং ১জন অসচেতন ব্যক্তিকে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক এবং আইন-শৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী সদর থানার একটি টিম সার্বিক সহযোগিতা করে -রাজবাড়ী সংবাদ।