॥আশিকুর রহমান॥ দেশে করোনা ভাইরাসের(কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৪ই এপ্রিল থেকে সারাদেশে শুরু হয়েছে ৭দিনব্যাপী সর্বাত্মক লকডাউন।
এ সময়ে সরকারীভাবে বিভিন্ন ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে রাজবাড়ীতে প্রথমদিন সফলভাবে পালিত হয়েছে লকডাউন।
লকডাউন বাস্তবায়ন করতে গত বুধবার সারাদিন তৎপর ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোয়ালন্দ মোড়, বসন্তপুর স্টেশন বাজার, খানখানাপুর বাজার, জেলা শহরের রেলগেট ও বেড়াডাঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১৩ জনকে ৩হাজার ৯০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
এ সময় পুলিশ ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার এই লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলতে হবে।