॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জে কুয়েত প্রবাসীর উদ্যোগে মসজিদে আয়শা উম্মে মোমিন নামে নির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে।
গত ১৩ই এপ্রিল জোহর নামাজের পরে মসজিদটির উদ্বোধন করেন সদর উপজেলার ভান্ডারিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ সিরাজুম্মনির। খানগঞ্জ ইউপির হাটবারিয়ায়(উলিপুরে) নির্মিত হয়েছে এ মসজিদ। কুয়েত প্রবাসী জাহিদুল ইসলাম কনকের তত্ত্বাবধানে ৫ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে মসজিদটি। মসজিদটির আর্থিক অনুদান করেন কুয়েতি মার্তা গান্নাজ (উম্মে সাগর) তার অনুদানের পরিমাণ ৩৫০০ দিনার। জমিদান করেন মোঃ রমজান মন্ডল, মোঃ মকসেদ মন্ডল, মোঃ রিয়ামুল মন্ডল ও মোঃ জিন্নাহ মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির, উদ্যোগকারীর বড় ভাই আবু জোহা নুরুল ইসলাম, আনিসুর রহমান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।