॥স্টাফ রিপোর্টার॥ বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে সামনে রেখে অনলাইন প্লাটফর্মে রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরাম (আরএসসিএফ) আয়োজন আয়োজন করেছে তিনদিনব্যাপী এক রঙ্গিন “আরএসসিএফ বৈশাখী উৎসব ১৪২৮”।
গত ১২ই এপ্রিল বেলা ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের ৩দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয় হয়।
আরএসসিএফের সভাপতি রিয়াসাদ আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় সাহা নীলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে ফোরামের উপদেষ্টা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার ও ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, ফোরামের উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক আহসান হাবীব হাসু, উপদেষ্টা ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক সুরজিত চক্রবর্তী, উপদেষ্টা রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, উপদেষ্টা ফয়জুর হক কল্লোল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বৈশাখী উৎসবকে বাঙালীর প্রাণের উৎসব হিসেবে আখ্যায়িত করে সুন্দর আয়োজনের জন্য আরএসসিএফ’কে ধন্যবাদ জানানোসহ তাদের প্রতি এ ধরনের ইভেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ৮টায় রাজবাড়ীর কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ছায়া কর্মকারের একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও গত ১৩ই মার্চ বিকেল ৫টায় ফোরামের সাংস্কৃতিক দলের অংশগ্রহণে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান যা একযোগে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রচারিত হয়।
পবিত্র মাহে রমজানের কারণে গত ১৪ই এপ্রিল, পহেলা বৈশাখে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। তবে ছোট্ট এক সমাপনী সভার মাধ্যমে উৎসবের সমাপ্তি ও উৎসব উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা হয়।