॥স্টাফ রিপোর্টার॥ সাংস্কৃতিক সংগঠক, লেখক, প্রিয়তমাষু আবৃত্তি নিকেতনের সাংগঠনিক সম্পাদক ও অংকুর কলেজিয়েট স্কুলের শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু’র প্রথম একক কবিতার বই ‘ছুঁয়ে দেখো স্পর্শতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের স্যার উডহেড মঞ্চে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রিয়তমাষু আবৃত্তি নিকেতনের সভাপতি ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মিরুনা বানু মুনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি সালাম তাসির, নূরুল হক আলম, আজিজা খানম, সাইদা খানম, আব্দুল হামিদ, কবি নেহাল আহম্মেদ, কবি খোকন মাহমুদ, কবি তাহমিনা মুন্নী ও বইটির লেখক শেখ আব্দুর রউফ হিটু প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য, বইটিতে প্রেম, দ্রোহ, বেদনা, দেশপ্রেম, স্মৃতি কাতরতাসহ বিভিন্ন বিষয়ে লেখা ৫১টি কবিতা রয়েছে। রাজবাড়ী বাজারের মুজিব বিল্ডিংস্থ শামীম লাইব্রেরীতে বইটি পাওয়া যাচ্ছে। সুলিখিত ও সুপাঠ্য বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।