॥শেখ রনজু আহাম্মেদ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল ১১ই নভেম্বর রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা ও পৌর যুবলীগ।
রাজবাড়ী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, রাজবাড়ী পৌর যুবলীগের সভাপতি মোঃ সাফায়েত আলী সাফা, সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরু, যুবলীগ নেতা বাদল কুমার দে ও গোলাম কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে বিনোদপুর আটাশ কলোনী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সেলিম দেওয়ানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উদযাপন করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ই নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।