॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে স্থানীয় বি.এন.বি.এস স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১১ই নভেম্বর বিকালে বহরপুর রেলওয়ে মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশারুল আলম বাপ্পু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মকবুল হোসেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মন্ডল, ইউপি সদস্য কাজী শাহিদুল ইসলাম সাহিদ, বহরপুরের সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এস.এম হেলাল খন্দকার, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সাহেব আলী ও যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কালুখালী ফুটবল একাদশ ১-০ গোলে রাজবাড়ীর আফড়া ফুটবল একাদশকে পরাজিত করে।
উল্লেখ্য, বি.এন.বি.এস স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবার ৮টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।