॥স্টাফ রিপোর্টার॥ গত ১৪ই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হওয়া ইলিশ রক্ষা অভিযানের ১৫দিনে গতকাল ২৮শে অক্টোবর পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী জেলাধীন এলাকায় পরিচালিত অভিযানে আটককৃত ১৭৭ জন জেলেকে কারাদন্ড প্রদান ও ৪৮ হাজার টাকা জরিমানা, উদ্ধারকৃত ৪১৮ কেজি ইলিশ মাছ এতিমখানায় প্রদান, জব্দকৃত ১৮ লক্ষ ৮৭ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং আটককৃত কয়েকটি জেলে নৌকা নিলামে ১লক্ষ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ইলিশ সম্পদ রক্ষা সংক্রান্ত জেলা ও উপজেলা টাস্ক ফোর্স কমিটির নেতৃত্বে পরিচালিত অভিযানগুলোতে আটককৃত জেলেদের কারাদন্ড প্রদান, জরিমানা আদায়, উদ্ধারকৃত ইলিশ ও অন্যান্য মাছ এতিমখানায় প্রদান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস, আটককৃত জেলে নৌকা নিলামে বিক্রির পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং এসিল্যান্ডগণ ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করছেন। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পুলিশ, র্যাব, নৌ-পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করছেন। ইলিশ সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।