॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর দায়রা জজ নিলুফার সুলতানা গত ১৩ই অক্টোবর হেরোইন উদ্ধারের একটি মামলার রায়ে মাদক ব্যবসায়ী নজরুল শেখ (৪২)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।
সাজাপ্রাপ্ত নজরুল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদত মেম্বারের পাড়ার লোকমান শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক রাজীব মিনা’র নেতৃত্বে বিভাগীয় একটি টিম ২০১৭ সালের ৯ই মে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী নজরুল শেখকে গ্রেফতার করে। উল্লেখিত হেরোইনের পাশাপাশি মাদক বিক্রিত ২৬ হাজার ৬১০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত ৩০০ গ্রাম হেরোইনের মূল্য ৩০লক্ষ টাকা।
ওই মামলায় আদালতে চার্জশীট দাখিলের পর স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উক্ত রায় ঘোষণা করেন।