॥মাহফুজুর রহমান॥ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ৫০৬ ও খানগঞ্জ ইউনিয়নের ৪৪৩ জন নিবন্ধিত জেলের মধ্যে ভিজিএফের চাল (জনপ্রতি ২০ কেজি করে) বিতরণ করা হয়েছে। গতকাল ১৪ই অক্টোবর চন্দনী ও খানগঞ্জ ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে চন্দনী ইউনিয়নের জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
চন্দনী ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল ও সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার হিসেবে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
অপরদিকে, খানগঞ্জ ইউনিয়নে চাল বিতরণকালে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক প্রামানিক, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহীন খান, ইউপি সচিব সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।