॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে এক সংখ্যালঘুর দোকান ঘর দিবালোকে ভেঙে জবর দখল করেছে প্রভাবশালীরা। এ ঘটনায় ৩জনকে অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সুকুমার চন্দ্র সরকার।
চরশ্যামনগর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে সুকুমার চন্দ্র সরকার জানান, তিনি চর চরশ্যামনগর মৌজার মধ্যে বিএস ৬৩৮নং খতিয়ানভূক্ত বিএস ১২৮নং দাগের ০১ শতাংশ জমি ২৫বছর আগে ক্রয় করেন এবং সেখানে তিনি ৫টি দোকান ঘর উত্তোলন করেন। এর মধ্যে তিনি একটি দোকানঘরে নিজে ব্যবসা করেন ও অপর ৪টি দোকান ভাড়া দিয়েছেন। এই ৪টি দোকানের মধ্যে একটি দোকান বেশ কিছু দিন ভাড়া বিহীন ছিল। সম্প্রতি তিনি ওই দোকানটি ফয়সাল মোল্লা নামক এক যুবকের কাছে ভাড়া দেন। গত ১০ই অক্টোবর ফয়সাল মোল্লার ওই দোকান চালু করার কথা ছিল। ফয়সাল দোকানের মালামাল কেনার জন্য মার্কেটেও যায়। কিন্তু তার আগেই ওই দিন দুপুরে একই গ্রামের কুতুব উদ্দিন খান, লুৎফর খান ও রব খান এসে তার টিনের দোকানটি ভেঙে বাঁশ বেঁধে অর্ধেকের বেশি জায়গায় দখল করে নেয়।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওই দোকানটা সুকুমার চন্দ্র সরকারের। ওই দোকানের পিছনে কুতুব উদ্দিন খানের জায়গা আছে। কিন্তু সে কাউকে না জানিয়ে সুকুমারের দোকান ভেঙে দিয়েছে। এটা সে খুবই অপরাধ করেছে।