॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির মহাদেবপুর পশ্চিমপাড়ায় পুকুরে মাছ মারতে নিষেধ করায় কেয়ামুদ্দিন মন্ডল(৫৫) নামে এক মৎস্য চাষীকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গতকাল ১৪ই অক্টোবর কেয়ামুদ্দিন মন্ডল বাদী হয়ে ৪জনের নামে রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
গত ১০ অক্টোবর দুপুরে কিয়ামুদ্দিন মন্ডলের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
মামলার আসামীরা হলো ঃ মহাদেবপুর মধ্যপাড়া গ্রামের আহম্মদ খা, ফয়েজ খা, শাহিন খা ও কাওছার খা।
কেয়ামুদ্দিন মন্ডল জানান, উল্লেখিতরা দীর্ঘদিন যাবত তার পুকুরে বিভিন্ন সময়ে মাছ মেরে ক্ষতি সাধন করতো। এ ঘটনা সে নিজে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা তাদেরকে মাছ মারার বিষয়ে তাদেরকে নিষেধাজ্ঞা করলে তারা তার ওপর ক্ষিপ্ত হয়। গত ১২ই অক্টোবর দুপুরে কেয়ামুদ্দিন মন্ডল তার পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন শাহিন ও কাওছার মাছ ধরছে। এ সময় সে তাদেরকে মাছ ধরতে নিষেধ করলে তারা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পিছন থেকে লাথি মেরে পুকুরের মধ্যে ফেলে দেয়াসহ তারা তাকে এলোপাতারীভাবে মারপিট করে। এতে তার হাতের কুনুইয়ের হাড় ভেঙে যায়। এরপর তারা তাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এমনকি তারা পুত্রবধুর অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনায় তিনি আদালতে মামলাটি দায়ের করেন।