॥ফজলুল হক॥ রাজবাড়ী জেলার কালুখালীতে সালেহা সামাদ হাসাপাতালের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে সেভ দি হাঙ্গরী (সাথী)’র সার্বিক তত্বাবধানে এবং আরএম ডিএস বাংলাদেশের সহযোগীতায় বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা সুরক্ষায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কালুখালী থানা সংলগ্ন সালেহা সামাদ হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কালুখালী থানা ইন্সপেক্টর(তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি। এ সময় অনুষ্ঠানে হাসপাতালের প্রোপাইটর ও এনজিও সেভ দ্যা হাঙ্গরী (সাথী)’র নির্বাহী পরিচালক ডাঃ এস.এম আবু হোসাইন স্বাগত বক্তব্য রাখেন।
তিনি বলেন, করোনা ও বন্যা পরবর্তী সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমান বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, আমাশয়, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নানা জটিলতায় ভোগে। এর থেকে পরিত্রানের জন্য সকলকে সতর্ক থাকার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রেসকিউ মিশন ডেভেলপমন্ট সোসাইটির প্রতিনিধি মকিম উদ্দিন খান ও মোঃ মহিদুল ইসলামসহ অন্যান্য ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রতনদিয়া ইউপির চরাঞ্চলের মানুষের মাঝে দিনব্যাপী চিকিৎসা সেবা, ঔষুধ, মাস্ক, ও শুকনা খাবার বিতরণ করা হয়।