॥মোক্তার হোসেন॥ পবিত্র হজ্ব উপলক্ষে কুয়েতি আবু আব্দুর রহমানের আর্থিক অনুদানে গতকাল ৩০শে জুলাই ৫শতাধিক লোকজনের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলার মৌরাট ইউপির তেলিগাতি গ্রামের আওয়ামী লীগ নেতা ও ইটভাটা ব্যবসায়ী রইচ উদ্দিন মিয়ার বাড়িতে স্থানীয় দরিদ্র পরিবারের লোকজন এবং তত্বিপুর-৯৩ নং মসজিদ ও পৌরসভার গুধিবাড়ী-৮১ নং মসজিদে মুসল্লীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
জানা যায়, গতকাল ৩০শে জুলাই জোহর নামাজের পর গুধিবাড়ী-৮১ নং মসজিদে মুসল্লীদের মাঝে খাদ্য বিতরণকালে মতিউর রহমান মাস্টার, খোন্দকার আব্দুল হালিম, কেএম শামছুর রহমান, খোন্দকার মোকাররম হোসেন মুকুল ও খোন্দকার মিজানুর রহমান লিটনসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েত প্রবাসী রফিকুল ইসলাম মিয়া, রেজাউল করিম মিয়া ও কবির হোসেন খাদ্য বিতরণ কার্যক্রম মনিটরিং করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুয়েতি আবু আব্দুর রহমান খাদ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। খাদ্য বিতরণের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুয়েতির তালিকাভুক্ত মসজিদ ও রইচ উদ্দিন মিয়ার বাড়িতে ১লা আগস্ট পর্যন্ত পবিত্র হজ্ব উপলক্ষে খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিগত ১১বছর যাবত কুয়েতি ধনাঢ্য ব্যক্তি আবু আব্দুর রহমানের অর্থায়নে তাদের তালিকাভুক্ত প্রায় আড়াইশ’ মসজিদে ধারাবাহিক ভাবে প্রত্যেক মাসের ৪/৫ দিন খাদ্য বিতরণ করা হয়।