বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ী জেলায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় যুবলীগের কমিটি গোয়ালন্দে মহাসড়কের পাশে বন বিভাগের ৫৪১টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ী থিয়েটারের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু রাজবাড়ী কালেক্টরেটের পক্ষ থেকে এডিসি মাহাবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এডিসিকে বিদায় সংবর্ধনা পাংশায় অস্ত্র মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা হেনা মুন্সী শ্রীঘরে পাংশায় নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী ও আলোচনা সভা পাংশায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোয়া তিন ঘন্টা ফেরী চলাচল বন্ধ

পাংশায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১২.৩৬ এএম
  • ৩৮১ বার পঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ২২শে জুন আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম আইন-শৃঙ্খলা কমিটির সভায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন।

সভায় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পাংশা হাসপাতালে উন্নতমানের অক্সিজেন সিলিন্ডার, থার্মাল স্কেনার ও পাল্স থার্মোমিটারসহ প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়, সেইসাথে চলমান করোনা সংকট মোকাবেলায় করোনা টেস্টে নমুনা দিয়ে লোকজনকে রিপোর্ট না আসা পর্যন্ত নিজ ঘরে অবস্থান করা, ঘরের বাইরে চলাচলকারীদের মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন(পাতা), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউল হোসেন, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রাশিদা ইয়াসমীন, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), কলিমহর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী পরিমল কুমার বিশ্বাস, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ আক্তার হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সৈয়দা শাহানা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

পাংশা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved  2019 Rajbarisangbad
Theme Developed BY ThemesBazar.Com