॥আন্তর্জাতিক ডেস্ক॥ যুক্তরাজ্যে প্রাইমারী স্কুল পুরোপুরি খোলার পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
দেশটির সরকার গত মঙ্গলবার এ কথা স্বীকার করে বলেছে, লকডাউন শেষে গ্রীস্মের ছুটির আগে মাসখানেকের জন্যে সকল প্রাইমারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। স্টাফ ঘাটতি এবং নতুন কঠোর বিধিনিষেধ এ প্রচেষ্টার পথে অন্তরায় বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন পার্লামেন্টে বলেন, যদি প্রাইমারীর সকল শিক্ষার্থীকে গ্রীস্মের আগে পুরো একমাসের জন্যে ক্লাসে ফিরিয়ে নিতে না পারি তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ অব্যাহত রাখবো।
বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ব্রিটেনে।
এদিকে দেশটির ইউনিয়ন নেতৃবৃন্দ ইতোমধ্যে সতর্ক করে বলেছে, সময়ের আগে স্বাভাবিকের দিকে ফেরার বিষয়টি উচ্চাকাঙ্খী যা দ্বিতীয়বার করোনা ছড়িয়ে পড়ার ঝুকি তৈরি করবে।
করোনা মহামারি ঠেকাতে লকডাউনের অংশ হিসেবে দেশটিতে গত ২৩শে মার্চ স্কুলসমূহ বন্ধ করে দেয়া হয়।
সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ায় সরকার ১লা জুন থেকে লকডাউন শিথিল এবং ১ থেকে ৬ বছর বয়সী শিশুদের স্কুলে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিল। কিন্তু শিক্ষকরা নিরাপত্তাজনিত কারণে এ পরিকল্পনা বিরোধিতা করছে।
প্রধান শিক্ষকগণ বলছেন, এ সময়ের মধ্যে তারা কঠোর বিধি নিষেধের নিয়মগুলো বাস্তবায়ন করতে পারবেন না।