রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ী জেলায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় যুবলীগের কমিটি গোয়ালন্দে মহাসড়কের পাশে বন বিভাগের ৫৪১টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ী থিয়েটারের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু রাজবাড়ী কালেক্টরেটের পক্ষ থেকে এডিসি মাহাবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এডিসিকে বিদায় সংবর্ধনা পাংশায় অস্ত্র মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা হেনা মুন্সী শ্রীঘরে পাংশায় নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী ও আলোচনা সভা পাংশায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোয়া তিন ঘন্টা ফেরী চলাচল বন্ধ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের দু’দিনব্যাপী কর্মসূচী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ১২.০৪ এএম
  • ৩৫৫ বার পঠিত

॥স্টাফ রিপোর্টার॥ ৪৮তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ আগামী ১৪ই ডিসেম্বর সকাল ৯টায় লোকোশেড বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু একাডেমীর আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় লোকশেড বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টায় একই স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, রাজবাড়ী পুলিশ লাইনন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, লোকোশেড বধ্যভূমি, রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লক্ষ্মীকোলে মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও নিউ কলোনীতে মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৮টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের প্রদত্ত ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, একই স্থানে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, সরকারী শিশু পরিবার, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইড, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, সকাল ১০টায় শারীরিক কসরত ও ডিসপ্লে, দুপুর ১২টায় জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজ, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাদ যোহর সকল মসজিদে এবং সুবিধামত সময়ে বিভিন্ন মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় অফিসার্স ক্লাব ও মহিলা ক্লাবে মহিলাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীগণের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা, জেলা প্রশাসন বনাম রাজবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ বনাম চেম্বার অব কমার্স ও বাজার ব্যবসায়ী সমিতি, জেলা পুলিশ বনাম সরকারী/বেসরকারী শিক্ষক, রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকাল ৪টায় বিসিক চাঁদমারীতে শ্যূটিং প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা ও সিম্পেজিয়াম এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
জেলা প্রশাসনের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা সফল করতে জেলা প্রশাসক দিলসাদ বেগম সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved  2019 Rajbarisangbad
Theme Developed BY ThemesBazar.Com