॥মনির হোসেন॥ রাজবাড়ীর কালুখালীতে গতকাল ৮ই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যেদিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে পূজা মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা এবং আনন্দ উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেয় এবং নিজেরাও একে অপরকে সিঁদুর পরিয়ে দেয়। চলে মিষ্টিমুখ, ছবি তোলা ও ঢাকের তালে-তালে নাচ-গান।
পূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য কালুখালী থানা পুলিশের পক্ষ থেকে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দূর্গোৎসব শেষ হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ কালুখালী থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান ও সকল পুলিশগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য এবছর কালুখালী উপজেলায় মোট ৫৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। বিসর্জন হয়েছে ৫২টি পূজা মন্ডপের প্রতিমা। কালুখালী উপজেলার সুন্দরকান্দি ৫২ খন্ড থাকবে আরও ৩দিন বিসর্জন হবে ১১ অক্টোবর।