॥জুলফিকার আলী॥ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গতকাল ৫ই অক্টোবর সকালে পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম হিন্দু ধর্মাবলম্বী ২ শতাধিক মহিলার মধ্যে শাড়ী বিতরণ করেন।
উৎসবমুখর পরিবেশে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আগত মহিলাদের মধ্যে শাড়ী বিতরণকালে সাঈদা হাকিম বলেন, ঈদের সময় যেমন মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করে থাকি-ঠিক একইভাবে পূজার সময় প্রতি বছরই শুভেচ্ছা স্বরূপ এই উপহার সামগ্রী বিতরণ করে সবার সাথে আনন্দ-উৎসব ভাগাভাগি করে থাকি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজবাড়ী-২ আসনের পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার প্রতিটি মন্দিরে ধর্মীয় উৎসব পালনের জন্য নগদ অর্থ প্রদান ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সারা দেশে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সে জন্য সংসদ সদস্যদের ও প্রশাসনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন। রাজবাড়ী-২ আসনের সংসদীয় এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে দুর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার নির্দেশনা প্রদান করেছেন। তিনি সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।