॥মনির হোসেন॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মুলাজ মন্ডল নামের এক কৃষকের ২টি বড় মহিষ চুরি করে পালানোর সময় গোয়ালন্দ মোড় থেকে পিকআপসহ তিন চোর আটক হয়েছে।
গত ৪ঠা অক্টোবর রাতে গোয়ালন্দ মোড়ের স্থানীয় লোকজন চোরাই সন্দেহে মহিষ ও পিকআপসহ তিন জনকে আটক করে খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেখানকার পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে চোরাই মহিষ ২টির মালিককে শনাক্ত করে মহিষ-পিকআপসহ আটক চোরদের কালুখালী থানায় সোপর্দ করে। এরপর পুলিশ প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের মহিষ ২টি মালিককে ফেরত দেয়। আটককৃত চোরেরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামের আঃ হাই শেখের ছেলে সজীব শেখ (২২) এবং একই ইউনিয়নের বৃচাত্রা গ্রামের সুলতান শেখের ছেলে সবুজ শেখ (২৫) ও শাহাজদ্দিন মোল্লার ছেলে মোসলেম মোল্লা (২৯)। এ ঘটনায় মহিষের মালিক মুলাজ মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।