॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে।
পৃথক সম্মেলনের মাধ্যমে গত ১লা অক্টোবর বিকালে উজানচর ইউনিয়ন পরিষদে উজানচর ইউনিয়ন কৃষক লীগের এবং ৩রা অক্টোবর বিকালে ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারের আব্দুল ওয়াজেদ চৌধুরী স্মৃতি মঞ্চে ছোটভাকলা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
উজানচর ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত কমিটিতে আবুল প্রামানিক সভাপতি ও শাহীন খানকে সাধারণ সম্পাদক করে এবং ছোটভাকলা ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত কমিটিতে মোঃ মাজেদ শেখকে সভাপতি ও মোঃ কালাম সরদারকে সাধারণ সম্পাদক করে উভয় শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মোমিন শেখ ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান গতকাল ৫ই অক্টোবর এই ২টি কমিটি অনুমোদন করেছেন। অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।
উজানচর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং ছোটভাকলা ইউনিয়ন কৃষক লীগের কমিটিতে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী উপস্থিত ছিলেন। উভয় সম্মেলনেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান এবং উভয় সম্মেলনই উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মোমিন শেখ। অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা ও আব্দুল জলিল শেখ, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসু মন্ডল, সাধারণ সম্পাদক আবুল হোসেন ফকির, ছোটভাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব মোঃ লিটন আলী, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আঃ সাত্তার শেখ, মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক শ্রীরূপ কুমার কুন্ডু, সদস্য আব্দুল কাদের মুন্সি, মাইনদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।