॥সোহেল মিয়া॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, নদী ভাঙন ঠেকাতে পদ্মা নদী থেকে আর কাউকেই বালু উত্তোলন করতে দেয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই আজ এই ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে।
গতকাল ৪ঠা অক্টোবর বিকালে দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে এখন থেকেই আমাদেরকে সোচ্চার হতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি উপস্থিত রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখকে ‘যাতে আর কেউ বালু তুলতে না পারে’ সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে আরও বলেন, আগামী বছর কোন বৈধ বালুমহালও লিজ দেওয়া হবে না। এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া ফেরী ঘাট পরিদর্শনের পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ফেরী ঘাটের পার্শ্ববর্তী নদীর পাড়ে বসবাসকারীদের সাথে কথা বলেন এবং ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি নদী ভাঙন কবলিতদের সরকারী সহায়তার আশ্বাস দেন।