॥রফিকুল ইসলাম॥ পদ্মায় পানি কিছুটা কমলেও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙন বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৩ সেঃমিঃ পানি কমেছে। তা সত্ত্বেও বর্তমানে বিপদসীমার ১০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদী ভাঙনে ইতিমধ্যে দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের ৫ শতাধিক বসতবাড়ীসহ বিভিন্ন স্থাপনা ও শতাধিক বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। অসংখ্য পরিবার তাদের বাড়ী-ঘর সরিয়ে নিয়েছে। অনেক পরিবার সড়ক-মহাসড়কের পাশের সরকারী জায়গায় আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের নিকট সরকারী কোন সাহায্য পৌঁছেনি। নদী ভাঙন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে।