॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে মাদক ব্যবসার বিরোধীতা করায় বাড়ী থেকে ডেকে নিয়ে শাহিন খান (২৭) নামে এক যুবকের দুই হাত শরীর থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত ৩রা অক্টোবর দুপুরে জেলা সদরের কল্যাণপুর বাজারে রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু, আলীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, ইউনুছুর রহমান, কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজান খান, কল্যাণপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সভাপতি সিরাজুল ইসলাম, ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেন ও ঘটনার শিকার শাহীন খান বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদক ব্যবসার বিরোধীতা করায় শাহিনকে প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে দুই হাত কেটে বিচ্ছিন্ন করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং ন্যায় বিচারের দাবী করেন তারা।
উল্লেখ্য, গত ৪আগস্ট বিকেল ৩টার দিকে বাড়ী থেকে মোবাইলে ডেকে নিয়ে পাশর্^বর্তী কল্যাণপুর কবরস্থানের পাশে বালুর মাঠের মধ্যে প্রকাশ্যে দিবালোকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শাহীন খানের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। শাহীন খান কল্যাণপুর গ্রামের হাসেম খানের ছেলে। এ ঘটনায় ইতিপূর্বে দুইজন গ্রেফতার হলেও অন্যান্য আসামী পলাতক রয়েছে।