॥চঞ্চল সরদার॥ এনজিও ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল ৩রা অক্টোবর সকালে ব্র্যাকের রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়।
এনজিও ফেডারেশনের জেলা শাখার বিদায়ী সভাপতি ও রাস-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু’র সভাপতিত্বে সভায় ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ, ভিপিকেএ’র সাহিদা খাতুন শিলু, আশা’র জেলা প্রতিনিধি মতিয়ার রহমান, বুরো বাংলাদেশের মোঃ মোমিন আলী, সম্প্রীতির নির্বাহী পরিচালক কে.এ দানিয়েল সিপার, আরশীর নির্বাহী পরিচালক শামসুন্নাহার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, এনজিওগুলো সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সরকারের এসডিজি বাস্তবায়নে সহায়ক পরিবেশ তৈরী হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। দারিদ্রতা হ্রাস পাচ্ছে। আগামীর উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় এনজিওগুলো নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
সাধারণ সভার শেষে আলোচনার মাধ্যমে এনজিও ফেডারেশনের জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে বিদায়ী সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু পুনরায় সভাপতি, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ ও ভিপিকেএ’র সহকারী পরিচালক (প্রশাসন) সাহিদা খাতুন শিলু সহ-সভাপতি, আশা’র জেলা প্রতিনিধি মতিয়ার রহমান সাধারণ সম্পাদক, ব্যুরো বাংলাদেশের মোঃ মোমিন আলী কোষাধ্যক্ষ এবং সম্প্রীতির নির্বাহী পরিচালক কে.এ দানিয়েল সিপার, সমন্বিত প্রমিলা মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোকারম হোসেন, অ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাজাহান সিদ্দিক, আরশীর নির্বাহী পরিচালক শামসুন্নাহার চৌধুরী, সাথী’র নির্বাহী পরিচালক এস.এম আবু হোসাইন, নাসা’র নির্বাহী পরিচালক মনিরুজামান সোহেল, এসডিএসের জেলা প্রতিনিধি মোঃ রাসিকুল হাসান, এসডিসির জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন, নারী অঙ্গনের সভানেত্রী শান্তনা বিশ্বাস ও ব্র্যাকের ম্যানেজার শামীম আজাদ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।