॥স্টাফ রিপোর্টার॥ খাবারের উচ্চ মূল্য নেওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ভাষা সৈনিক গোলাম মাওলা নামের একটি ফেরীর ক্যান্টিনকে ৬ হাজার টাকা জরিমানার পর আদায়কৃত অর্থের ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ৫শত টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়েছে।
গতকাল ৩রা অক্টোবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে অভিযোগকারী নাহিদুর রহমান হিমেলের হাতে এই অর্থ তুলে দেন। গত ২রা আগস্ট নাহিদুর রহমান হিমেল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে ওই ফেরীর ক্যান্টিনের বিরুদ্ধে হাফ লিটার পানির বোতল, বিস্কুট ও কেক কেনার সময় প্রতিটির নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা করে বেশী নেয়ার অভিযোগ করেছিলেন। অভিযোগের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শুনানীর জন্য তাদেরকে তলব করেন এবং ২৪শে সেপ্টেম্বর শুনানী গ্রহণের পর ক্যান্টিনের প্রতিনিধি আবুল হাসনাতকে ৬ হাজার টাকা জরিমানা করেন।