॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট বিরাজ করছে। এতে নদী পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চালক-শ্রমিক ও যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
গতকাল ৩রা অক্টোবর দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। শতশত যাত্রীবাহী বাস ও মালভর্তি ট্রাক ফেরীতে ওঠার জন্য অপেক্ষার প্রহর গুনছে। ফেরীর স্বল্পতা, নদীতে তীব্র স্রোতে পারাপারে দ্বিগুণেরও বেশী সময় লাগা, ঘাটে ফেরীর ভিড়তে সমস্যা হওয়াসহ বিভিন্ন কারণে দৌলতদিয়া ঘাটের যানজট পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। হাইওয়ে পুলিশ দৌলতদিয়া ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে। অনেক যাত্রী ২/৩ কিলোমিটার দূরে বাস থেকে নেমে পায়ে হেঁটে ঘাটে এসে লঞ্চ/ফেরীতে নদী পার হয়ে লোকাল বাসে ঢাকায় যাচ্ছে। অনেক যানবাহন দীর্ঘপথ ঘুরে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে।