॥রাজবাড়ী সংবাদ ডেস্ক॥ ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষ্যে গতকাল ২৫শে আগস্ট আয়োজিত সমাবেশে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে জোরালোভাবে চাপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়েছে।
কক্সবাজারের উখিয়াস্থ মধুরছড়া এক্সটেনশন-৪ রোহিঙ্গা ক্যাম্পের খোলা মাঠে অনুষ্ঠিত সমাবেশে রোহিঙ্গা নেতৃবৃন্দ এ আহবান জানান।
মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের ২৫শে আগস্ট সংঘটিত সহিংস ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রোহিঙ্গারা এই সমাবেশের আয়োজন করে।
রোহিঙ্গারা স্বদেশে ফেরার আকুল আকুতি জানিয়ে বলেন, মিয়ানমারে ফেরার ব্যাপারে তাদেরকে নাগরিক মর্যাদা, রোহিঙ্গা হিসাবে স্বীকৃতি প্রদান, বাড়ি-ঘর ফেরত দেয়াসহ ৫টি শর্ত পূরণ করতে হবে। আশ্রিত রোহিঙ্গারা নাগরিকত্ব পেলে সবাই একসাথে মিয়ানমারে ফিরে যাবে বলে জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামে সংগঠনের চেয়ারম্যান মুহিব উল্লাহ, মাষ্টার আবদুর রহিম, মৌলভী ছৈয়দ উল্লাহ ও রোহিঙ্গা নারী নেত্রী হামিদা বেগম।
বক্তারা ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে গণহত্যা, ধর্ষনসহ বর্বর নির্যাতনের আন্তর্জাতিক আদালতে বিচার দাবী করেন।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গারা এ দিনটি গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে।