সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা জাসদ(ইনু) এর উদ্যোগে গতকাল ৩১শে জুলাই দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়। জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক মুনির, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা লুৎফর রহমান লাবু, পাংশা উপজেলা জাসদের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক জোটের জেলা শাখার সদস্য সচিব শহিদুর রহমান মঞ্জু, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুল আলম, যুব জোটের জেলা শাখার আহ্বায়ক কামরুল ইসলাম কামুন অংশগ্রহণ করেন -রাজবাড়ী সংবাদ।