॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার থেকে ৫৩ পিস ইয়াবাসহ বিক্রেতা মিশু খান (২৫)কে পুলিশ গ্রেফতার করেছে।
গত ৩০শে জুলাই রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিশু খান বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের সাহেব আলী খানের ছেলে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত মিশু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ইয়াবার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বসন্তপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
বসন্তপুরের স্থানীয় বাসিন্দারা জানান, বসন্তপুর ইউনিয়নে গফুর শিকদার নামে মাদকের একজন গডফাদার রয়েছে। তার নেতৃত্বে ওই এলাকার বেশ কিছু যুবক একটি গ্রুপ তৈরী করে মাদকের ব্যবসা করে আসছে। গ্রেফতার মিশু গফুর শিকদারের সেকেন্ড ইন কমান্ড হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করতো। আইন-শৃঙ্খলা বাহিনী গফুর শিকদারকে গ্রেফতার করতে পারলে বসন্তপুর ইউনিয়নে মাদকের ব্যবসা অনেকটাই কমে যাবে বলে তারা দাবী করেন।