বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ী জেলায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় যুবলীগের কমিটি গোয়ালন্দে মহাসড়কের পাশে বন বিভাগের ৫৪১টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ী থিয়েটারের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু রাজবাড়ী কালেক্টরেটের পক্ষ থেকে এডিসি মাহাবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এডিসিকে বিদায় সংবর্ধনা পাংশায় অস্ত্র মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা হেনা মুন্সী শ্রীঘরে পাংশায় নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী ও আলোচনা সভা পাংশায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোয়া তিন ঘন্টা ফেরী চলাচল বন্ধ

কালুখালীর ‘ভোরের সাথী’ সংগঠনের হাঁটা ও শারীরিক ব্যায়ামের প্রশংসনীয় কার্যক্রম

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০১৯, ৭.২২ পিএম
  • ৩২২ বার পঠিত

॥মোখলেছুর রহমান॥ ‘সুস্থ দেহ সুন্দর মন-আমাদের সবার এক মন, সুস্থ থাকার একটি উপায় হাঁটা আর ব্যায়াম সবাই কয়’-এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ‘ভোরের সাথী’ নামের একটি সংগঠনের উদ্যোগে সকালে হাঁটা ও শারীরিক ব্যায়ামের প্রশংসনীয় কার্যক্রম চলছে।
গত ৩০শে জুলাই ভোর ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কালুখালী রেল স্টেশন চত্ত্বরে বিভিন্ন এলাকার মানুষদের নিয়ে এই কার্যক্রম চলছে।
‘ভোরের সাথী’ সংগঠনের প্রধান উপদেষ্টা কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর সার্বিক সহযোগিতায় এবং কালুখালীর প্রগতি থিয়েটারের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি পল্লী চিকিৎসক গোপাল সিকদারের পরিচালনায় নিয়মিত এই হাঁটা ও ব্যায়ামের কার্যক্রম চলছে। এ সময় পাওয়া যায় সেখানে পাওয়া যায় ভোরের সাথী সংগঠনের সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী অজয় কুমার দত্ত, সংগঠনের উপদেষ্টা ঝাউগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ বজলুল রশিদ, কালুখালী উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, বিল্লাত আলী মাতব্বর, রেল স্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম ছরোয়ার, ডাঃ আব্দুর রহিম, মোনায়েম খান, প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহা, এম. আরিফুর রহিম, সানারুদ্দিন মোল্লা, নাঈম, গৌতম বাবু, রিয়াজুল ইসলাম, নুরুল ইসলাম টোকন, শহীদুল ইসলাম, জুবায়েদ হোসেন ফিরোজ, কুন্নু বিডিয়ার, আব্দুল আজিজ, মোফাজ্জেল হোসেন, মহসীন সিকদার, আমজাদ হোসেন, রনজু মন্ডল, আশিক প্রামানিক, আঃ রশিদ, ইউসুফ হোসেন, নার্সারীর শিক্ষার্থী মোনতাসির রহমান মাহির বিভিন্ন বয়সী ও শ্রেণী-পেশার প্রায় ৫০জনকে। তারা জানান, নিয়মিত তারা এই হাঁটা ও শারীরিক ব্যায়াম করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved  2019 Rajbarisangbad
Theme Developed BY ThemesBazar.Com