রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আতাহার হোসেন তকদীর গত ২৩শে জানুয়ারী সন্ধ্যায় বেলগাছীতে রাজবাড়ী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর গণসংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যোগদান করেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত একটি মামলায় বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সাথে আতাহার হোসেন তকদীরও আত্মসমর্পন করে জেলে যান। ৭৭দিন হাজতবাসের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান -রাজবাড়ী সংবাদ।