॥আসাদুজ্জামান নুর॥ রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীর ভাঙন রক্ষা কাজ পরিদর্শন এবং নদীর পাড়ে বসবাসকারী মানুষের খোঁজ-খবর নিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
আজ ৯ই সেপ্টেম্বর দুপুরে তিনি গোদার বাজার এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি দেখতে যান।
পরিদর্শনকালে তিনি নদীর পাড়ে বসবাসকারীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এরপর তিনি নৌযানে করে সিলিমপুর স্কুল এবং উড়াকান্দা বাজার পর্যন্ত পরিদর্শন করেন। এ সময় ফরিদপুর পশ্চিম অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম ও রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রাজবাড়ীর গোদার বাজার এলাকার নদী ভাঙন পর্যায়ক্রমে কমে গেছে। এখন ভাঙন নেই বললেই চলে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং নদী পাড়ের মানুষের সাথে কথা বললাম। তারা নিজ মুখেই বললো এখন তারা ভালো আছে। এছাড়াও তারা ভাঙন এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার জন্য প্রধানমন্ত্রীকে অনেক দোয়া করেছেন। পরিদর্শন করে আমি পানি উন্নয়ন বোর্ডের কাজে সন্তুষ্ট হয়েছি। এখন আপাতত কোন সমস্যা নাই। নতুন করে কোন ভাঙন সৃষ্টি হয় নাই।’
ফরিদপুর পশ্চিম অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম বলেন, ‘গত ২৬শে আগস্ট যখন এখানকার একটি জায়গায় সি সি ব্লকে স্লাইডিং দেখা দেয় তখন আমরা সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করি। সেখানে জিও ব্যাগ ডাম্পিং করি। এখন ভাঙন নাই। আগামী ১৫দিনের মধ্যে বন্যার যে লেভেল সেটি আর থাকবে না। বন্যার অবস্থার উন্নতি হবে। শুকনো মৌসুমে যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটুকুর কাজ আমরা করে দিবে। বর্তমানে যে ফান্ড আছে তা থেকেই করা যাবে। নতুন বরাদ্দের প্রয়োজন হবে না।’