॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৫জন ছিনতাইকারী ও হেরোইনসহ ২জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গতকাল ৭ই অক্টোবর ভোরে পুলিশ দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ওই ৫জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- উত্তর দৌলতদিয়া আইনদ্দিন বেপারীর পাড়ার লুৎফর বেপারীর ছেলে শাহেদুল বেপারী(২০), আক্কাছ মন্ডলের ছেলে উজ্জ্বল মন্ডল(২২), সোহরাব মন্ডলের পাড়ার বারেক সরদারের ছেলে রবিন সরদার(২০), হারুন প্রামানিকের ছেলে বিজয় প্রামানিক(২২) এবং দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মোজাই মন্ডলের ছেলে কালু মন্ডল(১৯)। অপরদিকে পুলিশের আরেকটি অভিযানে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৯ পুরিয়া হেরোইনসহ ২জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো- একই এলাকার আলেক শেখের স্ত্রী খোদেজা বেগম(৩৫) এবং মিজান শেখের স্ত্রী রহিমা বেগম(৬৫)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের কাছ থেকে মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল।
অপরদিকে হেরোইনসহ গ্রেফতারকৃত ২জন নারী পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।