॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রতিবেশীর বাড়ীতে যাওয়ার পথে এক গৃহবধূ (৩২)কে জোর করে ধরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
এ অভিযোগে গত ৬ই অক্টোবর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ৪জনকে আসামী করে মামলা করেছেন ওই গৃহবধূ। আদালত মামলাটি তদন্ত করার জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন।
গত ২৬শে সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামে একটি ঘাস ক্ষেতের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের মিস পিটিশন নং-২০৪/২০। ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী/০৩) এর ৯(১)/৭/৩০।
মামলার আসামীরা হলো ঃ তেনাপচা আতর চেয়ারম্যানের বাজার এলাকার হবি সরদারের ছেলে গাজী(৪০), একই গ্রামের লোকমানের ছেলে হাবি(৪০), কালামের ছেলে আকাশ(২৫) ও মনো(৪১), পিতা-অজ্ঞাত।
মামলার অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেন. অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার মেহগনি বাগানের মধ্যে বসে মাদক সেবন করতো এবং প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে রাজী না হওয়ায় তারা ওই গৃহবধূর ওপর ক্ষিপ্ত ছিল। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ওই গৃহবধূ নিজ প্রয়োজনে বাড়ী থেকে প্রতিবেশীর বাড়ীতে যাওয়ার পথে তারা তাকে ঘিরে ধরে। এরপর তারা তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে পাশ্ববর্তী মজিদের ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে তারা তাকে বিবস্ত্র করে ফেলে। এরপর হাবি, আকাশ ও মনো তার হাত পা ও মুখ চেপে ধরে রাখলে গাজী তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে উল্লেখিতরা পালিয়ে যায়।
পরে এ ঘটনায় মামলা করা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলো উল্লেখিতরা। তাদের ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতেও পারেনি ওই গৃহবধূ।
পরবর্তীতে এ বিষয়ে গোয়ালন্দ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তার মামলা নেননি বলে এজাহারে অভিযোগ করেন ওই গৃহবধূ।