॥আশিকুর রহমান॥ থানা পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াসহ পুলিশী কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ও খানখানাপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৮ই জুলাই দুপুরে প্রধান অতিথি হিসেবে পর্যায়ক্রমে শহীদওহাবপুর ও খানখানাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং-এর অফিস উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান।
শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিংয়ের অফিস উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল, ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আঃ মতিন ও এএসআই মোঃ হুমায়ুন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ কাদের মিন্টুসহ অন্যান্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ এবং খানখানাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিংয়ের অফিস উদ্বোধনকালে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কেন্দ্রের এসআই জাফর ইকবালসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনের পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান বলেন, সদর উপজেলার ১৪টি ইউনিয়নেই বিট পুলিশিং কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকবেন ১জন এসআই এবং ১জন এএসআই। প্রতি বিটের জন্য একটি করে মোবাইল সিম দেওয়া হয়েছে। বিট পুলিশিং সেবা চালু হওয়াতে এখন থেকে কোন ইউনিয়নের মানুষকে পুলিশী সেবা পেতে কষ্ট করে থানায় কিংবা তদন্ত কেন্দ্রে যেতে হবে না। ইউনিয়নবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবেন। এতে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে এবং গ্রাম্য টাউট-দালালদের দৌরাত্ম্যও কমে যাবে।