॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের প্রার্দুরভাবে ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর কিন্ডার গার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা।
গতকাল ৮ই জুলাই বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
এতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রমজান আলী শেখ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রার্দুরভাবে কিন্ডার গার্ডেন স্কুলগুলো বন্ধ রয়েছে। অধিকাংশ স্কুল ভাড়ায় ও ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়। ছাত্রদের বেতনের উপর নির্ভর করে এই প্রতিষ্ঠান গুলো আর্থিক প্রয়োজনীয়তা মিটিয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে এসব প্রতিষ্ঠানগুলো। অনেক শিক্ষকও চরম মানবেতর জীবন যাপন করছে।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে সহজ শর্তে ঋণ ও শিক্ষক-শিক্ষিকাদের আর্থিক সহায়তার দাবী জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।