॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৪শে জুন সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে নানা কর্মসূচী গ্রহণ করেছে। এতে কৃষকরা উপকৃত হচ্ছে। সরকারী নির্দেশনা অনুযায়ী কৃষি প্রণোদনার কর্মসূচী বাস্তবানের গুরুত্বারোপ করেন তিনি।
কৃষি কর্মকর্তা জেসমিন আকতার বলেন, সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনা মূল্যে কৃষি উপকরণ পাবেন। সেইসাথে সবজি পুষ্টি বাগানে জৈব-অজৈব সার, বেড়া ও পরিচর্যার জন্য পারিবারিক কৃষির আওতায় প্রত্যেক কৃষক ১হাজার ৯৩৫ টাকা পাবেন বিকাশের মাধ্যমে।