॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে নারী আনসার ও ভিডিপি দলনেত্রীর দেয়া তথ্যে ৫৫৫পিস ইয়াবাসহ আব্দুর রহমান খাঁ(৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
গত ১৩ই অক্টোবর বিকেলে জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহমান পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মাইনুদ্দিন খাঁর ছেলে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলাম জানান, বিকেলে খানখানাপুর ইউনিয়ন পরিষদের আনসার ও ভিডিপি দলনেত্রী মালা কুন্ডু মোবাইলে জানায় গোয়ালন্দ মোড়ে মাদকের চালান নিয়ে এক যুবক অপেক্ষা করছে। বিষয়টি তিনি খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শহিদুল ইসলামকে জানান। এরপর ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে আব্দুর রহমান খাঁকে আটক করাসহ তার পকেট থেকে ৫৫৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের আনসার ও ভিডিপি দলনেত্রী মালা কুন্ডু জানান, বিকেলে তিনি গোয়ালন্দ মোড়ে ফুলের টপ কিনতে যান। এ সময় তিনি একজন বয়স্ক মহিলার সাথে আব্দুর রহমান খাঁর কথাবার্তা বলতে দেখেন। তাদের কথাবার্তা ও চাল চলনে সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি এএসআই তাজুল ইসলামকে জানান। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আব্দুর রহমান খাঁকে ৫৫৫পিস ইয়াবাসহ আটক করে। তবে কৌশলে ওই মহিলা পালিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।