॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের রেলস্টেশন সংলগ্ন ফুলতলা লেক সংস্কার ও সৌন্দর্য বর্ধণের দাবীতে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই অক্টোবর বিকেলে শহরের রেলস্টেশন সংলগ্ন ফুলতলা লেকে ডাঃ কামরুল হাসান লালী ও ডাঃ রেহেনা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী ও মাগুরা জেলার ১৮টি ভেলা অংশ গ্রহণ করে। এর মধ্যে ৩টি বালিকা দলও প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় নেহা এন্টারপ্রাইজ প্রথম, ধুমকেতু এক্সপ্রেস দ্বিতীয় ও মা-বাবার দোয়া ভেলা দল তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও বালিকা দলের মধ্যে নীল এন্টারপ্রাইজ প্রথম, রংধুন দ্বিতীয় ও গোলাপী এন্টারপ্রাইজ তৃতীয় হয়।
পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা এসএম নওয়াব আলী উপস্থিত ছিলেন।
জেলা ভেলা বাইচ উদ্যাপন কমিটির আহ্বায়ক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার নারী পুরুষ ও শিশু ভেলা বাইচ প্রতিযোগিতাটি উপভোগ করেন।
উল্লেখ্য, এ নিয়ে একই দাবীতে টানা ৬বার এ আয়োজন করা হলেও লেকটি আজো সংস্কার বা শোভাবর্ধণ হয়নি।