॥স্টাফ রিপোর্টার॥ আলোচিত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকান্ডে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ইফতি মোশাররফ সকাল (২২) এর বাড়ী রাজবাড়ীতে।
সে আরবার হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামী এবং বুয়েটের বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র। আবরার ফাহাদকে যে রুমে পিটিয়ে হত্যা করা হয় ইফতি সেই ২০১১ নম্বর রুমেই থাকতো। ইফতি রাজবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের ফকির মোশাররফ হোসেন ও রাবেয়া মোশাররফের প্রথম ছেলে। আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার হয়ে ইফতি এখন পাঁচ দিনের রিমান্ডে আছে। ইফতি বুয়েট শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক পদে থাকলেও তার বাবা মোশাররফ ফকির বিএনপির রাজনৈতির সাথে জড়িত। এমনকি তার বিরুদ্ধেও ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।
ইফতির বাবা-মা, ছোট ভাই-কাউকেই গত ২ দিন ধরে তাদের বাড়ীতে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীরা জানান, গত সোমবার সকালে তারা ঢাকা গেছে। ইফতির বাবা মোশারফ ফকিরের মোবাইলে একাধিকবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল ৯ই অক্টোবর সকালে রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
Milan
Like songbad