॥শিহাবুর রহমান/ইউসুফ মিয়া॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান শাহীনুর ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রব নির্বাচিত হয়েছেন।
গতকাল ৪ঠা অক্টোবর বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৭শে সেপ্টেম্বর বিকেলে চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কমিটির প্রথম পর্বের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সভাপতি পদে ৬জন প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে মিজানুর রহমান শাহীনুর ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন ৫৯ ভোট পেয়েছেন। এছাড়া মোঃ আলাউদ্দিন শেখ ৩৮, হবিবর রহমান হবি ১২, সালাম শেখ ৪ ও সোলাইমান মিয়া সূর্য ১ ভোট পেয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ৪জন প্রার্থী। এদের মধ্যে আব্দুর রব ১০৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী হাসান খান ৭৯, সেলিম রেজা ৬২ ও কামরুল ইসলাম ১ ভোট পেয়েছেন।
ভোট গ্রহণ ও গণনা শেষে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর মিজানুর রহমান শাহীনুর বলেন, আমি নির্বাচিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি কৃতজ্ঞ চন্দনী ইউনিয়নবাসী এবং কাউন্সিলরবৃন্দের কাছে। কারণ তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে সভাপতি পদে ভোট দিবেন। তারা তাদের সেই কাঙ্খিত ভোট আমাকে প্রদান করে কথা রেখেছেন। আগামীকাল থেকেই সবাইকে সাথে নিয়ে সকল ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করবো। যাতে আগামীতে চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগ আরো শক্তিশালী ও বেগবান হয়।