॥তনু সিকদার সবুজ॥ ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন করার বিষয়ে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামছুল আলম সূফি, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, সহ-সভাপতি ক্ষিরোদ বরণ বসু, ভানু সোম, জহুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, এহসানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিদ রায় এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, সকল ভেদাভেদ ভুলে আগামীতে ইউনিয়নগুলোতে সুন্দর কমিটি উপহার দিতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। মাঠ পর্যায়ে যারা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে, বিএনপি সরকারের সময় যারা নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। দলের ঐক্য ধরে রাখতে হবে। দলের জন্য কাজ করতে হবে। আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে সব ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে হবে এবং আগামী ২রা অক্টোবরের মধ্যে সকল ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করতে হবে।