॥ইউসুফ মিয়া॥ স্বাস্থ্য অধিদপ্তর থেকে রাজবাড়ীতে ডেঙ্গু টেস্টের ডিভাইস পাঠানো হয়েছে। গতকাল ৩১শে জুলাই দুপুরে ডিভাইসগুলো রাজবাড়ীর সিভিল সার্জনের হাতে এসে পৌঁছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, প্রথম ধাপে ১২০টি ডিভাইস এসেছে। প্রতিটি ডিভাইসে একজন করে রোগীর ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
প্রাপ্ত ডিভাইসগুলোর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৫০টি, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি ডিভাইস পাঠানো হয়েছে। সেখান থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।